Md Ashif

Call

আপনা পাইপ চুষে ড্রামের পানি পাইপের মাঝখানে আনবেন। তারপর এক প্রান্ত ছোট ড্রামে অন্য প্রান্ত বড় ড্রামের পানিতে চুবিয়ে রাখবেন। এবার অটো ভাবে সব পানি স্থানান্তর হবে। কারণঃ আপনি যে পানি পাইপের মধ্যে এনেছেন তার অন্য স্থানে যাওয়ার পর মাঝখানে খালি হয়ে যায়। তাই সেখানে বাতাসের চাপে পানি এসে যায়। এভাবে সব পানি বড় ড্রাম থেকে ছোট ড্রামে আসবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ