Call

ভেরিফাই করার পদ্ধতিঃ ফেসবুক পেজে অফিসিয়াল ওয়েব এড্রেস যোগ করা এবং সেই ওয়েবসাইটে আপনার ফেসবুক পেজের লিঙ্ক রাখা। প্রোফাইলে অফিসিয়াল ওয়েবের ডোমেইনের ই-মেইল ঠিকানা যোগ করা এবং ঐ ই-মেইল ভেরিফাই করা। “About The Page” অংশটি সঠিক তথ্য দিয়ে সম্পূর্ণ পূরণ করা। সর্বোপরি পেজের ভিজিটর, ফলোয়ার, লাইকার অনেক বেশি থাকতে হবে। এই পদ্ধতি অনুসরণ করলেই আপনার পেজ ভেরিফাই হবে এমন নিচ্চয়তা নয়, তবে ফেসবুক কে জানালে তারা পর্যবেক্ষণ করে জানাবে। বিস্তারিত জানতে নিচের লিংকে যান:: http://techalarmbd.com/ফেইসবুক/alarm-id/5754/

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
avir

Call

শুধু মাত্র সেলিব্রেটি ও বিখ্যাত ব্যাক্তিদের আইডি পেইজ ভেরিফাই করা হয়। ফেইসবুক কর্তপক্ষ তথ্য যাচাই করে আইডি পেইজ গুলো ভেরিফাই করে দেয়, সাধারণ আইডি পেইজ ভেরিফাই করানো যাবে না। পেইজের পরিচিত আর লাইক বাড়ানোর জন্য পেইজ কে প্রমোট করতে হয় কিছু ডলার খরচ করে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড দিয়ে ... পেইজে গেলে অপশন গুলো দেখতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

সত্যি কথা বলতে ফেসবুকে পেজ ভেরিফাই করার জন্য সত্যিকারের কোন উপায় নেই বা কোন বিশেষ সাইট নেই যেখানে গিয়ে আপনি ভেরিফাই করার জন্য আবেদন করতে পারেন। কেউ যদি আপনাকে সেই কথা বলেও, সেগুলো বিশ্বাস না করাটাই ভাল। ফেসবুক পেজ ভেরিফাই সম্পুর্ন ফেসবুক কতৃপক্ষের উপর নির্ভর করে, কোন ইউজারের উপরে না। ইনফ্লুয়েন্সিয়াল পেজগুলোরই বেছে বেছে ভেরিফাই করা হয় শুধু।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ