শেয়ার করুন বন্ধুর সাথে

Call

সি প্রোগামিং ল্যাংগুয়েজকে কম্পিউটার প্রোগামিং-এর মাদার ল্যাংগুয়েজ বলা হয় ঠিকই, কিন্তু এখন আর সি প্রোগামিং ল্যাংগুয়েজ দিয়ে কোন প্রফেশনাল সফটওয়্যার তৈরি করা হয় না। কারন বড় সফটওয়্যার তৈরির ক্ষেত্রে সি প্রোগামিং ল্যাংগুয়েজ -এর বেশ কিছু সীমাবদ্ধতা আছে। সি প্রোগামিং ল্যাংগুয়েজ এখন প্রধানত প্রোগামিং ল্যাংগুয়েজ শেখার ক্ষেত্রে ব্যাবহার করা হয়। কারন সি প্রোগামিং ল্যাংগুয়েজ ব্যাবহারে প্রোগামের স্টেপ-বাই-স্টেপ অপারেশন এবং মেমোরি এলোকেশনগুলি খুব ভালভাবে শেখা যায়। খুব ভাল হয়, বর্তমানে যে প্রোগামিং ল্যাংগুয়েজগুলি ব্যাবহার করে সফটওয়্যার তৈরি হয় আপনি সেগুলির কোন একটি বা একাধিক ল্যাংগুয়েজ শিখে ফেলতে পারেন। এটি আপনার জন্য খুব বেশি কঠিন কোন কাজ হবে না। কারন একটি প্রোগামিং ল্যাংগুয়েজ শেখা থাকলে অন্য ল্যাংগুয়েজ শেখা অনেক সহজ হয়ে যায়। আপনি PHP, CSS, Ajax এবং MySQL অথবা ASP.NET এবং SQL শিখে ফেলতে পারেন। বর্তমানে এই ল্যাংগুয়েজগুলি ব্যাবহার করে সবচেয়ে বেশি সফটওয়্যার তৈরি হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ