আমার ফেসবুক প্রোফাইল কারা কারা কিংবা কোন কোন আইডি ভিজিট/পরিদর্শন করেছে কিভাবে জানতে পারব? এইটা জানার কোনো উপায় থাকলে কেউ বলুন প্লিজ।
শেয়ার করুন বন্ধুর সাথে

এমন কোনো অপশেন যোগ করা হয়নি।। ফেসবুকে। কিন্তু আপনি নিম্ন নিয়ম অনুসারে দেখতে পারেন,,,,, নিচের নিয়ম অনুসারে কাজ করুন, এর জন্য যা যা করবেন : - প্রথমে আপনার ফেসবুক একাউন্ট এ লগিন করুন। - তারপর আপনার প্রফাইল পেজে প্রবেশ করুন। - এখন কিবোর্ড থেকে Ctrl + U প্রেস করুন একসাথে , আপনি আপনার প্রফাইল পেজের সোর্স কোড দেখতে পাবেন। - এখন কিবোর্ড থেকে CTRL+F প্রেস করুন ।যে বক্স আসবে অর্থাৎ একটা সার্চ বক্স আসবে সেখানে এই লিখাটা দিন তারপর সার্চ করুন। - {“list”: এখানে অনেকগুলি আইডি নাম্বার থাকবে কমা দিয়ে । প্রথমে যেই আইডিটা থাকবে সেইটা হচ্ছে যে সবচেয়ে বেশি আপনার প্রফাইল ভিজিট করেছে তার আইডি । - এখন চিন্তা করছেন নাম না দেখা গেলে আইডি নাম্বার দিয়ে কি করবেন ? তো যেকোন একটা আইডি নাম্বার কপি করেন তারপর নতুন একটা টেব খুলে এইভাবে দিয়ে এন্টার প্রেস করুন দেখেন কীভাবে ঐ ব্যক্তির পুরা প্রফাইল চলে আসছে।http://www.facebook.com/Facebook Profile Id এখানে Facebook Profile Id এর জায়গায় আপনার কাক্ষিত আইডি টি দিবেন। উদাহরণ হিসেবে দেখা যায়, http://www.facebook.com/123456789012 বিঃদ্রঃ যদি {“list”: দিয়ে সার্চ দেওয়ার পর লম্বা লিস্ট শো করে তাহলে উপরে View থেকে wrap Long Lines এ টিক দিলেই সবগুলি ছবির মত দেখা যাবে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি এই উত্তরটি দেখুন http://ans.bissoy.com/260476/

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ