কিভাবে কনভার্ট করতে হয়। নিয়ম সহ বিস্তরিত বললে ভালো হয়।
Share with your friends
Call

ফেসবুক প্রোফাইল কে পার্সোনাল পেজ এ কনভার্ট করার নিয়ম

প্রথমে আপনার ফেসবুক প্রোফাইল থেকে লগিন করে এখানে যান।

এর পরে নীচের মত একটি ছবি আসবে

এর পরে আপনার পছন্দ মত একটি ক্যাটাগরি সিলেক্ট করুন ।

সকল প্রয়োজনীয় ইনফর্মেশন ফীলআপ করে create এ ক্লিক করলেই আপনার প্রোফাইল পেজ এ কনভার্ট হয়ে যাবে

এখানে কিছু বিষয় খেয়াল রাখবেন যে আপনি যে প্রোফাইল টিকে পেজ এ মাইগ্রেট করবেন সেটি আর কখনই পুনরায় প্রোফাইল এ ফিরিয়ে আনতে পারবেন না । পেজ এ কনভার্ট হওয়ার সাথে সাথেই আপনার যাবতীয় ছবি , স্ট্যাটাস সব চলে যাবে তাই পারলে সেগুলো ব্যাকআপ রেখে দিন । মুলত এই টিপস টি তাদের জন্য কার্যকর বেশি যারা মুলত দুই টি ফেসবুক প্রোফাইল চালান । আপনি যদি সিঙ্গেল প্রোফাইল এর মালিক হন তাহলে এই কাজ না করাটাই ভালো হবে কারন এই পদ্ধতিতে আপনি একটি সম্পূর্ণ নতুন পেজ তৈরি হবে যাতে আপনার প্রোফাইল এর ফ্রেন্ডস রা ভিউইয়ার এ কনভার্ট হয়ে যাবে ।  প্রোফাইল এর content ডাউনলোড করে রাখার জন্য নীচের মত কাজ করুন

Click the gear icon on the top right and select “Account Settings.”

Then, go to the “General” tab in your settings and click on the “Download a Copy” of your Facebook data link at the bottom.

Click the “Start My Archive” button

Talk Doctor Online in Bissoy App