আমার মোবাইলে কোন এক ভাবে engriks, measures, Certificates, mobileOcr ইত্যাদি নামের কিছু application install হয়ে গেছে । মোবাইল রুট করা থাকার জন্যে সব গুলো system app হিসেবে install হয়ে গেছে। এগুলো uninstall করার পর internet connect করলে আবার automatically install হয়, ১০ - ২০ সেকেন্ড পর পর নতুন নতুন add open হয় যা খুবি বিরক্তিকর। 360 antivirus দিয়ে scan করলে app গুলোকে virus হিসেবে দেখায় কিন্তু remove করতে পারেনা। কিছু কিছু app কে remove করতে পারলেও app গুলো আবার ইন্সটল হয়। কেউ কি এর কোনো solution দিতে পারবেন??
Share with your friends
ShiponChy

Call

আমি নিজেও এই সমস্যায় পড়েছিলাম। ইন্টারনেট কানেকশন অন করলে, মোবাইল ল্যাগিং করত। ঠিকমত রেসপন্স দিতনা। আপনি settings এ গিয়ে, Unknown source অপশনে ঠিক চিহ্ন দেয়া থাকলে, ঐটা কেটে দিন। তারপর Application এ গিয়ে.... আপনার উল্লেখিত application গুলো uninstall করে দিন। আশা করি আর কোন প্রব্লেম হবেনা।

Talk Doctor Online in Bissoy App