আমার কোনো ব্যাংক একাউন্ট নেই। কিছু কিছু সফটওয়ার ডাউনলোড করতে গেলে কিনতে বলা হয়। এটি কি করে সম্ভব?
Share with your friends
Unknown

Call

দুইটা উপায় আছে, ব্যাংক একাউন্ট খুলে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড নিন তারপর সেগুলো দিয়ে প্লে স্টোর থেকে অ্যাপ কিনুন। আর দ্বিতীয় উপায় গুগলে সার্চ দিয়ে উক্ত অ্যাপগুলো ফ্রিতে খুঁজে নিন, onhax.com, crackapk.com সহ বেশকিছু ব্ল্যাক স্টোর অ্যাপ দিয়েও এটি করা যায়। গুগলে সার্চ দেওয়ার পদ্ধতি: ধরুন আপনি Minecraft অ্যাপটি চান, এর দাম ৭.৯৯$ যা প্রায় ৬০০ টাকার মত, কিন্তু আপনি এটা ফ্রিতেই নিতে পারেন, এজন্য Minecraft pro free apk এরকম করে লিখে সার্চ দিন, প্রাপ্ত রেজাল্ট থেকে যেটা ভালো মনে হবে সেটাতে ঢুকে নিয়ে নিন, তবে মাঝে মাঝে কিছু ফালতু সাইটের মুখোমুখিও হতে পারেন, সেক্ষেত্রে সেটি বাদ দিয়ে অন্য সাইটে খুঁজবেন।

Talk Doctor Online in Bissoy App