শেয়ার করুন বন্ধুর সাথে

পর্যায়-সারণিতে একই শ্রেণির একই উপশ্রেণিভুক্ত মৌলদের ধর্মের মিল এবং অমিল দেখা যায় যেমন : হাইড্রোজেন ছাড়া উপশ্রেণি IA -এর সব মৌলগুলির উচ্চ পরা-তড়িৎধর্মী যারা আবার ক্ষারীয় ধাতু । পরা- তড়িৎযুক্ত আয়ন তৈরির প্রবণতা এদের প্রত্যেকের মধ্যে খুব প্রবল । এদের প্রতিটির অক্সাইড উচ্চ ক্ষারীয় ধর্মের । হাইড্রাইড এবং হ্যালাইড যৌগগুলি আয়নীয় । প্রতিটি মৌল জলের সঙ্গে তীব্রভাবে বিক্রিয়া করে ক্ষার এবং হাইড্রোজেন উত্পন্ন করে, আবার একই পর্যায়ের বা একই শ্রেণির অন্য মৌলের ধর্মের পরিবর্তনও একটি নির্দিষ্ট ক্রম অনুসারে ঘটে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Bdlive24

Call

পর্যায় সারণির একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পরমাণুর ব্যাসার্ধ ক্রমানুসারে হ্রাস পায়।আবার একই গ্রুপের উপর থেকে নিচে গেলে পরমাণুর ব্যাসার্ধ বৃদ্ধি পায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ