২৩/০৯/২০১৫ তারিখে ছবি তুলেছি।মো.ইমাম হোসাইন থেকে মো.ইমাম হোসেন করতে হবে।কিভাবে করব?
Share with your friends

এজন্য আপনাকে, এনআইডি রেজিস্ট্রেশন উইং/উপজেলা/থানা/জেলা নির্বাচন অফিসে ভুল তথ্য সংশোধনের জন্য আবেদন করতে হবে। সংশোধনের পক্ষে পর্যাপ্ত উপযুক্ত দলিলাদি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। যে দলিলগুলো জমা দিতে হবেঃ এসএসসি/সমমান সনদ, জন্ম সনদ, পাসপোর্ট, নাগরিকত্ব সদন, চাকুরীর প্রমাণপত্র, নিকাহ্নামা, পিতা/স্বামী/মাতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি জমা দিতে হয়।

Talk Doctor Online in Bissoy App

আপনি উপজেলা পরিষদে গিয়ে, আইডি কার্ডের বানান শুদ্ধ করার জন্য, একটি ফরম পূরণ করবেন।আর তার সাথে যে দলিলগুলো জমা দিবেনঃ এসএসসি/সমমান সনদ, জন্ম সনদ/পাসপোর্ট, নাগরিকত্ব সদন, চাকুরীর প্রমাণপত্র, নিকাহ্নামা, পিতা/স্বামী/ মাতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি জমা দিতে হয়।

Talk Doctor Online in Bissoy App