এইটা কিভাবে করে এবং করলে কি ক্ষতি বা লাভ হবে । করতে কি টাকা লাগে । বিস্তারিত আলোচনা করবেন প্লিজ । যারা এর পুর্বে page promote করেছেন তাদের কাছ থেকে উত্তর আশা করছি ।।
Share with your friends
Unknown

Call

পেজ প্রমোট করা মানে আপনার ফেইসবুক পেজের প্রচারণা তথা লাইক বাড়ানোর জন্য আরও অধিক মানুষের সামনে এটি উপস্থিত করা। আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন যে প্রায়ই কিছু পেজের একটা পোস্ট বা ফটো আপনার হোমপেজে আসে এবং তার নিচে লেখা থাকে Sponsored এবং Like page. এই পেজগুলোকে প্রমোট দেওয়া হয়েছে তাই এগুলো আপনার মতো আরও অনেকের হোমপেজে এসেছে যাতে করে তারা উক্ত পেজে লাইক দেয়। পেইজ প্রমোট করলে এক চুল পরিমান ক্ষতিরও কোনো সম্ভাবনাই নেই এবং লাভ কি সেটাতো বুঝতেই পারছেন। পেইজ প্রমোট করতে অবশ্যই টাকা (ডলার) লাগে। সাধারণত ৫/১০/১৫/৩০ বা আনলিমিটেড সময়ের জন্য পেইজ প্রমোট দেওয়া যায়। সময়ানুযায়ী আপনার খরচ তথা ডলার নির্ধারিত হবে। আনলিমিটেডের ক্ষেত্রে যতদিন আপনার ক্রেডিট কার্ডে টাকা থাকবে ততদিন পেইজ প্রমোট হতে থাকবে।

Talk Doctor Online in Bissoy App