শেয়ার করুন বন্ধুর সাথে
Call

১। ফটোশপে File মেনু থেকে New সিলেক্ট করুন (বা Ctrl+N) ২। নুতন ফাইল তৈরীর যে ডায়ালগ বক্সটি পাবেন তাতে ডিজিটাল আর্টওয়র্কটির প্রস্থ ১০০০ এবং উচ্চতা ৬০০ টাইপ করে Ok করুন। লক্ষ্য রাখবেন Mode যেন RGB Color হিসেবে সিলেক্ট করা থাকে। Contents হিসাবে White সিলেক্ট করে নিতে পারেন, তাহলে এই টিউটরিয়াল-এর সাথে মিল থাকবে। ৩। নুতন ডকুমেন্টটির উপরে ও বায়ে দাগকাটা রুলার স্কেলটি দেখা না গেলে View মেনু থেকে Rulers সিলেক্ট করুন (বা Ctrl+R)। আপনার ডকুমেন্টটি এরকম দেখা যাবে। ৪। উপরের রুলারে কার্সর নিয়ে গিয়ে মাউসের লেফট বাটন চেপে ধরে ধীরে ধীরে নিচে নামান, দেখবেন একটি আনুভূমিক নীল লাইন (গাইড) তৈরী হয়েছে। মাউস বাটন ছেড়ে না দিয়ে গাইডটিকে বাম পাশের রুলারের মাঝ বরাবর অর্থাৎ ৩০০ তে এনে ছাড়ুন। একই ভাবে বাম পাশের রুলার থেকে আরেকটি গাইড টেনে বের করুন এবং উপরের রুলারের ঠিক ৪৫০ এ এনে ছাড়ুন। আপনার ডকুমেন্টটি দেখতে এখন নিচের ছবির মত হবে। ৫। নিচের ছবিতে দেখানো পদ্ধতিতে টুলবক্স থেকে Elliptical Marquee Tool সিলেক্ট করুন। ৬। পরের ছবিতে দেখানো পদ্ধতি অনুযায়ী মেনুবারের ঠিক নিচে Style হিসেবে Fixed Size এবং প্রস্থ ও উচ্চতা 400 px টাইপ করুন। ৭। ডকুমেন্টের যে কোথাও কার্সর এনে একবার ক্লিক করলে একটি বৃত্তাকার সিলেকশান দেখতে পাবেন নিচের ছবির মত। ৮। Select মেনু থেকে Transform Selection সিলেক্ট করলে আপনার বৃত্তাকার সিলেকশানটি দেখতে নিচের ছবির মত হবে। লক্ষ্য করুন এর চারপাশে একটি বড় চতুর্ভূজ (Bounding box) দেখা যাবে। চতুর্ভূজটির চার কোনায় এবং চার বাহুর মাঝ বরাবর আরো আটটি ছোট ছোট চতুর্ভূজ (Handle) দেখতে পাবেন। আরো লক্ষ্য করুন, বৃত্তটির ঠিক মাঝখানে একটি কেন্দ্র নির্দেশকও দেখা যাবে। পরবর্তী ধাপের কাজ করার সময় হ্যান্ডল বা কেন্দ্র নির্দেশক কোনটিকেই স্পর্শ করবেন না। ৯। হ্যান্ডল বা কেন্দ্র নির্দেশক ছাড়া বৃত্তের অন্য যে কোথাও মাউস বাটন চেপে ধরে Bounding Box সহ বৃত্তটিকে এমন স্থানে নিয়ে আসুন যাতে কেন্দ্র নির্দেশকটি দুটি গাইডের ছেদবিন্দুর ঠিক ওপর এসে পড়ে। ১০। কীবোর্ড থেকে Enter চাপুন, দেখবেন বাউন্ডিং বক্সটি আর নেই, শুধু বৃত্তটি থাকবে। এ অবস্থায় ডকুমেন্টের কোথাও ক্লিক করবেন না। ১১। নিচের ছবিতে দেখানো কালার টুলবক্সে R=244, G=18, B=0 টাইপ করুন। যদি এটি CMYK মোডে থাকে, RGB তে নিয়ে আসুন (উপরে ডানদিকের ছোট অ্যারোটি ক্লিক করে পাওয়া মেনু থেকে তা করা যায়)। ১২। টুলবক্স থেকে এবার Paint Bucket টুলটি সিলেক্ট করুন। বৃত্তের মাঝখানে যে কোথাও ক্লিক করলে পেয়ে যাবেন সাদা জমিনের ওপর লাল বৃত্ত। ১৩। Select মেনু থেকে Deselect সিলেক্ট করুন (বা Ctrl+D)। লক্ষ্য করুন লাল বৃত্তের পরিধি থেকে ডটেড লাইনটি দুর হয়েছে কিনা, তা দুর হতে হবে। ১৪। আবার কালার টুলবক্সে R=0, G=114, B=75 টাইপ করুন। লাল বৃত্তের বাইরে যে কোথাও ক্লিক করুন। পেয়ে গেলেন সঠিক মাপের ও রংয়ের বাংলাদেশের ডিজিটাল জাতীয় পতাকা। ১৪। এবার আপনার ইচ্ছেমত একে ছোট করে নিতে পারেন Image মেনু থেকে Image Resize সিলেক্ট করে। নিচের দুটি পতাকা লক্ষ্য করুন। উপরের পতাকা থেকে এই দুটি তৈরী করেছি। আপনাদের আগ্রহের কথা জানতে পেলে হয়তো আরেকটি টিউটরিয়াল দিয়ে জানাবো কিভাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ