শেয়ার করুন বন্ধুর সাথে
Call

প্রতিদিন আমাদের নানা কাজের জন্য আইপি হাইড করতে হয় । বিশেষ করে হ্যাকিং এর ক্ষেত্রে তো অবশ্যই । এছাড়া কিছু ওয়েবসাইট আছে যেখানে এক আইপি থেকে একাধিক অ্যাকাউন্ট খোলা যায় না। সেক্ষেত্রে আইপি হাইড করাটা দরকার হয়ে পড়ে । ১. এই অ্যাডন্স টি ব্যবহার করা যাবে মজিলা ও গুগল ক্রম ব্রাউজার এ । প্রথমে http://www.stealthy.co এই সাইটিতে প্রবেশ করুন । ২. নিচে Install Stealthy টে ক্লিক করুন । আপনার ব্রাউজার যদি মজিলা হয় । তাহলে মজিলা এর উপর ক্লিক করুন । ৩. অ্যাডন্স টি ইন্সটল করুন । ব্রাউজার টি রিস্টার্ট করুন । খেয়াল করুন উপরের ডান কোনে একটি অ্যারো চিহ্ন বিশিষ্ট খয়েরি কালারের আইকন দেখা যাচ্ছে । এর উপর ক্লিক করুন । ১০ সেকেন্ডের মধ্যেই আইকন টির রঙ সবুজ হয়ে যাবে। যখন আইকন টি সবুজ রঙ ধারন করবে তখন আপনার আইপি লুকানো হয়ে গিয়েছে । এরপর নিরাপদ ভাবে ব্রাউজ করতে থাকুন । আপনি ইচ্ছা করলে কোন নির্দিষ্ট দেশের আইপি ব্যবহার করতে পারবেন । আইকন এর ডান পাশে ক্লিক করে preferences এ ক্লিক করে নিচের শেষ অপশন টি সিলেক্ট করুন। এবার যে দেশের আইপি নিতে চান, তার প্রথম অক্ষর টি টাইপ করুন যেমন ইন্ডিয়া এর জন্য IN । এভাবে যে কোন দেশের আইপি ব্যবহার করতে পারবেন । এরপর থেকে ব্রাউজার এ ঢুকে যখন আইপি চেঞ্জ করা দরকার হবে তখন খয়েরি ওই বাটন এ ক্লিক করলেই হবে। ১০ সেকেন্ডের মধ্যে সবুজ হয়ে যাবে তখন বুঝবেন আইপি হাইড হয়ে গিয়েছে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ