sonia

Call

এই প্রশ্নটি অত্যন্ত জটিল এবং এর উত্তর দুইভাগে দেওয়া যায়। প্রথমত, র‌্যাপ কোন ভোগ্যপণ্য উৎপাদিত প্রতিষ্ঠান নয় এবং আমাদের সার্টিফাইড কারখানায় উৎপাদিত পোশাক বা জুতায় আমাদের ট্যাগ ব্যবহার করার কোন সুযোগ নেই। তবে কিছু ব্র্যান্ড এবং রিটেলার তাদের ওয়েবসাইডে উল্লেখ করে থাকে যে তারা র‌্যাপ সার্টিফাইড কারখানা থেকে তাদের পণ্য নিচ্ছে কি নিচ্ছে না। বিস্তারিতভাবে বলা যেতে পারে গার্মেন্টস এবং ফুটওয়ার সাপ্লাইচেইন অনেক বড় এবং জটিল, সেজন্য এটি নির্ধারন করা অনেক বেশী কষ্টসাধ্য যে পুরো একটি পণ্য র‌্যাপ সার্টিফাইড কারখানা থেকে তৈরি করা হয়েছে। দেখা যায় যে, একটি শার্টের বিভাজিত অংশ র‌্যাপ সার্টিফাইড ফ্যাক্টরিতে তৈরি করা হয়, কিন্তু কাপড়, বোতাম এবং অন্যান্য অংশ র‌্যাপ সার্টিফাইড ব্যতিত কারখানায় তৈরি করা হয়েছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ