Masudmasud

Call

1. যেকোনো সরলরেখা AB নেই।


2.সরলরেখার দুই প্রান্ত বিন্দু A ও B  তে AB রেখার বিপরীত দিকে সমান সমান কোন আকি। AওB বিন্দুতে উৎপন্ন কোনদ্বয় যথাক্রমে‌ <CAB ও <ABD.

image



3. এখন, AC রেখা হতে সুবিধামত সমান ব্যাসার্ধ নিয়ে পরপর দুটি বৃত্তচাপ আকি যেন AE=EF হয়। অনুরুপভাবে BD হতে একই ব্যাসার্ধ নিয়ে পরপর দুটি বৃত্তচাপ আকি যেন BD=GH হয়।

image


4.F,G ও E,H যোগ করি।EH ও FG রেখাংশ, AB কে M ও N বিন্দুতে ছেদ করে। স্কেল দিয়ে পরিমাপ করলে দেখা যাবে AM=MN=NB হয়।

image


তাহলে AB সরলরেখা M ও N বিন্দুতে সমান তিনভাবে বিভক্ত হয়ে যাবে।

আর বিজোড় সংখ্যার ক্ষেত্রে তার পূর্ববর্তী জোড় সংখ্যক বৃত্তচাপ অাকতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ