Jkhan

Call

Send anywhere (mobile to pc) কিংবা xender (mobile to pc) ব্যবহার করে মোবাইল থেকে কম্পিউটারে যেকোনো ডাটা পাঠানো যায়।shareit এর মাধ্যেমেও হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

প্রথমে আপনি ডেটা ক্যাবল দিয়ে আপনার ফোনটি পিসির সাথে যুক্ত করুন। যুক্ত করা মাত্রই আপনার ফোনে কয়েকটা অপশন আসবে। যেমন - Charging, MTP, File Transfer, USB Tethering, USB Storage ইত্যাদি। এগুলো অবশ্য ফোন ভেদে ভিন্ন হয়। কোন কোন ফোনে স্ক্রীনে কিছু আসেনা। সেক্ষেত্রে স্ক্রীনের উপরে দেখবেন Tab for more USB options লেখা আছে। সেক্ষেত্রে আপনাকে ওখানে Tap করতে হবে। এরপর আপনি USB Storage/ USB Mass Storage অপশনটি সিলেক্ট করে দিবেন। এটা করার পর দেখবেন আপনার My Computer এ ফোনের মেমরী শো করছে। তবে আপনার ফোনে যদি আগে থেকেই USB Storage অপশনটি ডিফল্ট করে দেয়া থাকে সেক্ষেত্রে আপনাকে এত কষ্ট করা লাগবে না। তখন এমনিতেই ফোনটি পিসিতে লাগানোর সাথে সাথে দেখবেন Storage অপশনটি পিসিতে দেখা যাবে। যাই হোক এরপর আপনি My Computer এ যাবেন। সেখানে গিয়ে দেখবেন C, D, E ইত্যাদি Drive এর সাথে আপনার ফোনের মেমরীটিও একটি ড্রাইভের মত শো করছে। তারপর ওটার ভিতরে গিয়ে যেই ফোল্ডারে আপনি ছবি রেখেছেন সেটা কপি করে পিসিতে নিতে পারবেন। আর আপনি যদি নিজস্ব কোন ফোল্ডার না করে থাকেন তাহলে সাধারণত DCIM ফোল্ডারে ছবি গুলো পাবেন। আপনার ফোন মেমরী আর কার্ড মেমরীর জন্য দুইটা ফোল্ডার হতে পারে সেখানে। দুটোরই DCIM ফোল্ডারে গিয়ে Camera Folder এ গেলে ছবিগুলো দেখতে পাবেন। ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ