শেয়ার করুন বন্ধুর সাথে

কোন যন্ত্রে যখন তড়িৎ এর অস্তিত্ব থাকে, তখন গ্যালভানোমিটার এর কাটাটি একবার পাশে সরে যায়। এটিই বিক্ষেপ।  তড়িৎ প্রবাহের অস্তিত্ব নির্ণয় করতে গ্যালভানোমিটার ব্যবহার করা হয়। এর জন্য এর দুটি কাটা নেগেটিভ ও পজেটিভ প্রান্তের সাথে যুক্ত করা হয়। যদি ভেতরের কাটাটি নড়ে ওঠে তবে পজিটিভ, অন্যথায় নেগেটিভ ধরা হয়। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ