১) অতিরিক্ত বিষয়ে ৫০ থেকে ৫৯ নম্বর নম্বর পেলে মূল পয়েন্ট এর সাথে ১.০০ পয়েন্ট যোগ হবে।

২) অতিরিক্ত বিষয়ে ৬০ থেকে ৬৯ নম্বর পেলে মূল পয়েন্ট এর সাথে ১.৫০ পয়েন্ট যোগ হবে।

৩) অতিরিক্ত বিষয়ে ৭০ থেকে ৭৯ নম্বর পেলে মূল পয়েন্ট এর সাথে ২.০০ পয়েন্ট যোগ হবে।

৪) অতিরিক্ত বিষয়ে ৮০ থেকে ১০০ নম্বর পেলে মূল পয়েন্ট এর সাথে ৩.০০ পয়েন্ট যোগ হবে।

কিছু প্রাসঙ্গিক কথা:

  • অতিরিক্ত বিষয় থেকে কোন নম্বর মূল নম্বর এর সাথে যোগ করা হয় না।
  • অতিরিক্ত বিষয় থেকে পয়েন্ট মূল পয়েন্ট এর সাথে যোগ করা হয়।
  • অতিরিক্ত বিষয় বাদে অন্য সব বিষয়ে A+ পেলে অতিরিক্ত বিষয় থেকে কোন পয়েন্ট মূল পয়েন্ট এর সাথে যোগ করা হয় না।
  • অতিরিক্ত বিষয়ে ৫০ এর কম নম্বর পেলে অতিরিক্ত বিষয় থেকে কোন পয়েন্ট মূল পয়েন্ট এর সাথে যোগ করা হয় না।
২০২১ সাল থেকে এসএসসি ও এইচএসিতে জিপিএ ৪.০০ চালু হবে। উপরে প্রদত্ত তথ্যগুলো বর্তমান জিপিএ ৫.০০ পদ্ধতির আলোকে দেওয়া হয়েছে। উপরের প্রদত্ত তথ্যগুলো জিপিএ ৪.০০ পদ্ধতির সাথে নাও মিলতে পারে। 


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Jounied

Call

A- =এক পয়েন্ট

A=এক পয়েন্ট

A+=এক পয়েন্ট

সর্বোচ্চ তিন পয়েন্ট যোগ হবে...তার মানে আপনি যদি A+ পেলে তিন পয়েন্ট আপনার মুল সাবজেক্টে যোগ হবে....

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ