Call

জেএসসি পরিক্ষায় এ প্লাস পাওয়ার জন্য এখন থেকে আপনাকে প্রস্তুতি নিতে হবে।প্রতিটি বইয়ের গুরুত্বপূর্ন সংক্ষিপ্ত প্রশ্ন পড়ে মুখস্ত করতে হবে বিশেষ করে ক ও খ নং এর জন্য।পরিক্ষার সময় একটি প্রশ্ন ও যাতে বাদ না যায় সেভাবে প্রথম থেকে লিখবেন।প্রতিটি প্রশ্নের উওর দেওয়ার চেষ্টা করবেন।একই কথা বার বার লিখবেন না।লিখা ভুল হলে একটানে কেটে দিবেন ঘষাঘষি করলে লিখা খারাপ হয়ে যায়।পরিক্ষার আগে রাত জেগে পড়বেন না যাতে পরিক্ষার সময় শরীর খারাপ না হয়।সাধারনত পাবলিক পরিক্ষায় বোর্ড বই পড়া ভালো।

Talk Doctor Online in Bissoy App