Informbd.Com তো রেজিস্টার করেছি কিন্তু লগিন করতে পারছিনা কি করব কারন পাসওয়ার্ড দিতে পারছিনা।শুনেছি পাসওয়ার্ড আমার ইমেইলে যাবে ।ইনফরমার বিডি তে কিভাবে আমার ইমেইলে যাব
Share with your friends
Call

হ্যাঁ আপনি আপনার ই-মেইল থেকে একাউন্ট একটিভ করতে পারবেন।  তবে ই-মেইলে সরাসরি পাসওয়ার্ড পাবেন না। 

  1. আপনি প্রথমে যেহেতু  Informbd তে রেজিষ্ট্রেশন করেছেন।  তাই পরবর্তী কাজ হলো রেজিষ্ট্রেশন করার সময় যে ইমেইল ব্যবহার করেছিলেন সেটার Index অথবা Spam লেভেল বা বক্স চেক করা। সেখানে একাউন্ট একটিভ করার লিংক পাবেন।  
  2. সেটাতে ক্লিক করে আপনি আপনার পাসওয়ার্ড সেট করে নিবেন।  ও  তারপর সেই পাসওয়ার্ড লগইন করার সময় ব্যবহার করুন।
  3. একাউন্ট একটিভ লিংক না আসলে "Lost Password " এ ক্লিম করে পাসওয়ার্ড উদ্ধার করে নিবেন।  ইমেইল Spam  বা Index  বক্সে পেয়ে যাবেন।  

বুঝতে না পরলে মন্তব্য করুন।
Talk Doctor Online in Bissoy App