Share with your friends
MdAbuSaeed

Call

যতটুকু জানি, সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে sarker লিখা যাবে না। S এবং k লিখা যায় না এবং r লেখাটাও স্বাভাবিক লেখার মত হবে না।

Talk Doctor Online in Bissoy App
আপনার ক্যালকুলেটরের মডেলটা বললে সুবিধা হতো। যাইহোক,
  • সায়েন্টিফিক ক্যালকুলেটরের s লেখা যায় না। তবে 5 লিখলে সেটা অনেকটা S এর মতো হয়।
  • ছোট হাতের a লিখতে হলে constant (CONST) এ যান। সেখানে খুঁজে পাবেন। আর বড় হাতের A লেখার জন্য alpha ব্যবহার করুন।
  • ছোট r ক্যালকুলেটরে নেই তবে পাই চিহ্নকে r ধরে নিতে পারেন। বড় R লিখতে CONST এ যান।
  • ছোট k লিখতে CONST এ যান। বড় K লেখা যাবে না।
  • ছোট e লিখতে e চিহ্নটি ব্যবহার করতে পারেন। বড় E লিখতে alpha ব্যবহার করুন।
উপরের পদ্ধতি গুলোর মাধ্যমে আপনি সায়েন্টিফিক ক্যালকুলেটরে sarker লিখতে পারবেন।
Talk Doctor Online in Bissoy App

Sarker এর শুধু মাত্র Arker লেখা যাবে। নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ ALPHA(-) CONST27 CONST25 CONST23 CONST27 । এভাবে, তবে, আপনি S এর বদলে 5 ব্যবহার করতে পারেন। এটি অনেকটা S এর মতো।

Talk Doctor Online in Bissoy App