শেয়ার করুন বন্ধুর সাথে

আসলে অরিজিনাল কিউবের সাথে সূত্রও দেওয়া হয়।কিউবের সকল কালার আপনি মিলাতে পারবেন না।হয় সাদা,না হয় লাল অথবা হলুদ এবং অন্যান্য যেকোন 9টি ঘরকে মিলাতে পারবেন। আপনি যদি সাদা পৃষ্ঠকে মিলাতে চান তাহলে আপনাকে প্রথমে সাদার 3টি ঘর মিলাতে হবে এবং সেটি থাকতে হবে যেকোনো সাইডে।এরপর মাঝখানে সাদার 3টি ঘরকে মিল করুন।সবশেষ,পরের 3টি মিলাবেন। আসলে এটি হাতে কলমে শেখার,কোনো লেখাতে বুঝবেন না

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

কিউব মেলানো এখানে শেখানো সম্ভব নয়। 

ইউটিউব থেকে ভিডিও দেখুন। 

ওখানে প্রাক্টিক্যালি শিখিয়ে দেয়। 

প্রাক্টিক্যালি না দেখলে কিছুই বুঝতে পারবেন না। 

'Universal solve of Rubik's cube' লিখে সার্চ দিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ