Call

যেহেতু যক্ষ্মার জীবাণু বাতাসের মাধ্যমে ছড়ায় তাই এই রোগ খুব দ্রুত একজন সংক্রামিত রোগীর থেকে সুস্থ মানুষের দেহে ছড়ায়। যক্ষ্মা রোগীদের জন্য কয়েকটি সাধারণ সাবধানতা -

  • হাসপাতালে বা স্বাস্থ্যকেন্দ্রে নিয়মিত যোগাযোগ করা
  • কফ পরীক্ষা করা
  • ডটস (DOT) চিকিৎসা করা

এই রোগীকে আলাদা ঘরে রাখতে হবে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে কথা বলার সময়, কাশির এবং কফ তোলার সময় মুখে কাপড় চাপা দিতে হবে ঠান্ডা লাগানো চলবে না  এটা মনে রাখতে হবে, যক্ষ্মা কখনোই হাতে হাত মেলালে, একই শৌচাগার ব্যবহার করলে, একই থালা বাটিতে খেলে এই রোগ ছড়ায় না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ