Call

কুষ্ঠ রোগের প্রধান লক্ষণ হল দেহের কোনো কোনো অংশে সাড় বা অনুভূতি না থাকা, বিশেষ করে হাতে আর পায়ে। চামড়ার মধ্যে ফ্যাকাসে বা সাদা দাগ যেখানে সাড় থাকে না অথবা পুরোনো ঘা যাতে ব্যাথা নেই বা চুলকায় না - এগুলি কুষ্ঠের অন্যতম লক্ষণ। এই রোগ হলে কানের লতি মোটা হয়ে যেতে পারে এবং ভুরুর চুল প্রায় পড়ে যায়। কুষ্ঠ ছোয়াচে নয়। সব সময় সবার মধ্যে এই রোগের লক্ষণগুলি ফুটে ওঠে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ