Call

দুঃখের বিষয় এই যে, থ্যালাসেমিয়া রোগের কোনো প্রতিকার নেই। তবুও শিশুর জন্মের আগে বাবা-মার রক্ত পরীক্ষা করে এই রোগ চিহ্নিত করা সম্ভব। তাই কারুর যদি থ্যালাসেমিয়া থাকে, তাহলে তা নিজের শিশুর মধ্যে সংক্রামিত হতে পারে। থ্যালাসেমিয়া রোগীর ক্ষেত্রে অবশ্যই নীচের যত্নগুলি নিতে হবে :

  • চিকিৎসা ঠিক মতো করাতে হবে এবং নিয়মিত ডাক্তারের পরামর্শ নিতে হবে।
  • যদি নিয়মিত রক্ত নেওয়ার দরকার হয়, তাহলে অবশ্যই তা নিতে হবে।
  • ডাক্তারের নির্দেশ অনুসারে খাবার ও ওষুধ খাওয়াতে হবে।

থ্যালাসেমিয়া রোগ হলে সাধারণত নিয়মিত রক্ত নেওয়ার দরকার হয়। তাই যাতে প্রয়োজন মতো থ্যালাসেমিয়া রোগী হাসপাতালে বা ব্লাড ব্যাঙ্কে রক্ত পায়, সেজন্য নিজের নিজের গ্রাম সংসদে ‘রক্তদান শিবির আয়োজন করা যেতে পারে থ্যালাসেমিয়া রোগীদের রক্ত পাওয়া সুনিশ্চিত করা দরকার।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ