Call

পরিকল্পিত পরিবার বলতে বোঝায়

  • দুইটির বেশি সন্তান না নেওয়া,
  • দুইটি সন্তানের মধ্যে কম করে তিন বছরের ব্যবধান বা ফারাক রাখা,
  • কম ব্যবধান বা ফারাকে যাতে সন্তান না আসে বা অধিক সন্তান যাতে না হয় তা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। এই ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্যকর্মী বা অঙ্গনওয়াড়ি কর্মর নিকট জন্ম নিরোধক উপকরণ (খাওয়ার বড়ি, কন্ডোম, কপার-টি ইত্যাদি) পাওয়া যায়।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ