শেয়ার করুন বন্ধুর সাথে

মনে করি,P ও Q দুটি ক্রিকেট টিম ।এদের মধ্যে একটি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হল।এ ম্যাচে যদি আমরা টিম P এর রান রেট বের করতে চাই তাহলে নিচের সূত্র প্রয়োগ করতে হবে। P টিম এর নেট রান রেট=(P টিমটি ঐ ম্যাচে যত রান করেছে/P টিমটি মোট যত ওভার খেলেছে)-( Q টিমটি ঐ ম্যাচে মোট যত রান করেছে/Q টিমটি মোট যত ওভার খেলেছে) বিশেষ দ্রষ্টব্যঃ যদি কোন টিম অলআউট হয় তাহলে সে দলটি সব ওভার খেলেছে বলে ধরে নেয়া হয়।অর্থাৎ টিমটি যদি ওয়ানডে ম্যাচে অলআউট হয় তাহলে সে দলটি পূর্ণ ৫০ ওভার খেলেছে বলে ধরে নেয়া হয়।ঠিক একইরকমে টিমটি যদি T20 ম্যাচে অলআউট হয় তাহলে সে দলটি পূর্ণ ২০ ওভার খেলেছে বলে ধরে নেয়া হয়। ওভার সবসময় দশমিক সংখ্যায় হিসাব করতে হয়। যেমনঃ ৪৫ ওভার ১ বল = ৪৫ + (১/৬) = ৪৫.১৭ ৪৫ ওভার ৩ বল = ৪৫ + (৩/৬) = ৪৫.৫ যদি P টিম একটির বেশি ম্যাচ খেলে থাকে P টিম এর নেট রান রেট=(P টিমটি মোট যত রান করেছে/P টিমটি মোট যত ওভার খেলেছে)-(P এর বিপক্ষের টিমগুলি মোট যত রান করেছে/ বিপক্ষের টিমগুলি মোট যত ওভার খেলে)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ