শেয়ার করুন বন্ধুর সাথে
Call

প্রতিবন্ধী কথাটি শুনতে কোনো প্রতিবন্ধী ব্যক্তির বা তার পরিবারের কারুর কষ্ট বোধ হতে পারে। তাই প্রতিবন্ধী কথাটির পরিবর্তে বিশেষ চাহিদা সম্পন্ন’ কথাটি ব্যবহার করা হয়ে থাকে।

সরকারি নীতি অনুযায়ী চার ধরনের প্রতিবন্ধ বা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ হতে পারে :

  • অস্থি জনিত প্রতিবন্ধ,
  • দৃষ্টিজনিত প্রতিবন্ধী,
  • মুক-বধির প্রতিবন্ধ, এবং
  • মানসিক প্রতিবন্ধ।

প্রত্যেক ধরনের প্রতিবন্ধকে আবার চার শ্রেণীতে ভাগ করা হয় :

  • মৃদু (৪০%-এর কম),
  • মাঝারি (৪০% ও তার বেশি কিন্তু ৭৫%- এর কম),
  • গুরুতর (৭৫% বা তার বেশি), এবং
  • পুরোপুরি (১০০%)।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ