আমি পুরাতন ডেস্কটপ নিয়েছি, তাই নতুন করে Windows দিতে চাচ্ছি,
Share with your friends
Prime Barua

Call

আপনার পুরানো ডেস্কটপের উইন্ডোজ কোন ভার্সন সেটা আপনি উল্লেখ করেন নাই। তবুও প্রথমে আপনি Local Disk C /New Volume C তে ক্লিক করুন। সেখানে Windows নামে একটি ফোল্ডার পাবেন। সেখানে ডান বাটন ক্লিক করে Properties এ যান। General ট্যাবে আপনি দেখতে পারবেন ফোল্ডারটি যখন তৈরী হয়েছে তখনই আপনার উইন্ডোজ ইনষ্টোল করা হয়েছে। কারণ উইন্ডোজ যখন ইনষ্টোল দেওয়া হয় তখন ঐ ফোল্ডার তৈরী হয়।

Talk Doctor Online in Bissoy App