Call

বোর্ডে খাতা কাটার আলাদা কোনো নিয়ম নেই।খাতায় যদি প্রশ্নের সঠিক উত্তর থাকে তাহলে তার প্রাপ্য নাম্বার দেওয়া হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

বোর্ড পরীক্ষায় সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে ধাপে ধাপে নম্বর প্রদান করা হয়। সেগুলো যদি সঠিকভাবে লিখতে পারেন  তবে যেকোনো পরীক্ষায় ভালো নম্বর পাওয়া যাবে। সৃজনশীল উত্তরের ক অংশে জ্ঞান , খ অংশে জ্ঞান + অনুধাবন,  গ অংশে  জ্ঞান + অনুধাবন+প্রয়োগ এবং ঘ অংশে  জ্ঞান + অনুধাবন+প্রয়োগ + উচ্চতর দক্ষতা যদি কোনো খাতায় ঠিকঠাক লেখা থাকে তাহলে যেকোনো শিক্ষক পূর্ণ নম্বর দিতে বাধ্য থাকবেন ।         ইংরেজির ক্ষেত্রে প্যারাগ্রাফ ,  লেটার, ,,, ভালো লিখতে পারলে ৮০-৮৫ % নম্বর পাওয়া যাবে । 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ