"π" অর্থাৎ পাই একটি অমূলদ সংখ্যা। আচ্ছা, এই অমূলদ সংখ্যা জিনিসটা কি? অমূলদ সংখ্যা হচ্ছে এমন সকল সংখ্যা যাদেরকে ভগ্নাংশ হিসেবে প্রকাশ করা যায় না। পাই এর আসল মান হচ্ছে 3.14159265358979323846 (দশমিকের রাশিসমূহের সংখ্যা অসীম, আজ পর্যন্ত ১০ লক্ষ পাওয়া গিয়েছে। নাম্বার থিওরির আওতায় এটি অসীম অনাবৃত দশমিক সংখ্যা)।  প্রাচীন দার্শনিকেরা গবেষণার সময় দেখেন যে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত হিসেবে ৩ একটি গ্রহনযোগ্য সংখ্যা কিন্তু মানটি আরো নিখুত করার জন্য তারা 3.14285714286 (অর্থাৎ ২২/৭) মানটি গ্রহন করেন, তৎকালীন সময় এই মানটি ছিল পাই এর সর্বগৃহীত মান এবং সংখ্যাটিকে মুলদ সংখ্যা ধরা হতো।  কিন্তু আধুনিক যুগে বিজ্ঞানিরা দেখলেন যে পাই এর আসল এবং বাস্তবিক মান ২২/৭ না হলেও প্রায় একই। তাই, পাই এর মান ২২/৭ কিংবা ৩.১৪২৬ ধরে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত হিসেবে ব্যবহার করা যায়। এইক্ষেত্রে পাই একটি মুলদ সংখ্যা স্বরূপ কাজ করে, (প্রকৃতমান ব্যবহার করা হচ্ছে না কারন অনুপাত অমুলদ হতে পারে না) । কিন্তু প্রকৃত অর্থে পাই একটি অমূলদ সংখ্যা যা বর্তমান বিশ্বে সর্বগৃহীত মান। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ