আমি একজন ছাএ।আমি ওয়েব ডেভলাপার হতে চাই।কিভাবে হতে পারি।
Share with your friends

Call

আপনি ইউটিউবে টিউটোরিয়াল দেখে শিখতে পারেন।

আপনি w3schools এখান থেকেও শিখতে পারেন।

এন্ড্রয়েড ফোন থাকলে Solo learn এপসটি ডাউনলোড করে শুরু করতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App
Call

ওয়েব ডেভলপার হওয়া মুখের কথা নয়। এর জন্য চাই মেধা ও ধৈর্য। যার ধৈর্য নাই সে কখনই একজন ভালো ওয়েব ডেভলপার হতে পারবে না। ভালো ওয়েব ডেভলপার হতে গেলে দরকার ব্যাসিক কিছু কোডিং জানলেই হয় না। মাথায় রাখবেন ওয়েব ডিজাইন সুবিধা হলেও ওয়েব ডেভেলপ করা মোটেও সুবিধা হবে না। 


ডিজাইনের ক্ষেত্রে অল্প কিছু প্রোগ্রামিং  শিখলেই যথেষ্ট। আপনি আগে প্রথমে কিছু ব্যাসিক জিনিস শিখে নিবেন। যেমন- HTML,CSS,JS,PHP এগুলো। তারপর ধিরে ধিরে আপনি এগুলো চর্চা করতে করতে আরো কিছু পোগ্রামিং শিখে নিবেন যাতে ওয়েব ডেভলপার হতে পারবেন। 


পোগ্রামিং শিখতে গেলে প্রথমে একটা মাধ্যম দরকার যেটা হতে পারে কোন কোচিং সেন্টার বা কো ন ওয়েব সাইট। আমার মতে


  • http://jakir.me
  • http://webcoachbd.com
  • http://W3schools.com 

এগুলোই শেখার সেরা মাধ্যম। 
Talk Doctor Online in Bissoy App