ভাই ssc তে ১০ বিষয় অপশশনাল সহ +বাংলা and englisg ২ টা কে একটা ধরে।মনে করেন আমি english,রসায়ন,ধর্ম,তথ্য, গনিতে A+ মানে ৫ পয়েন্ট করে পেয়েছি।বাকি বাংলা,জীব,সমাজ,পদার্থ তে A পেয়েছি।আর অপশনাল এ A পেয়েছি।তাহলে কি A+ পাবো?
Share with your friends

না, A+ পাবেন না। অাপনার দেওয়া তথ্য অনুযায়ী ৫ বিষয়ে A+ এবং অপশনালসহ ৫ বিষয়ে A গ্রেড পেলে মোট জিপিএ হবে ৪.৭৮ অর্থাৎ A গ্রেড।

Talk Doctor Online in Bissoy App
Faridkhan

Call

[না । 5×5+4×4=41/9=4.5555555556( optional + করা হবে)                                  =A grade] ভালো করে বুঝে নিন.... . . . ধরুন আপনি  (সাব.+মার্কস+পয়েন্ট+লেটার গ্রেড) বাংলা             80_5_A+ ইংরেজি          85_5_A+ গণিত              75_4_A পদার্থ              78_4_A 4                   00_18/4_4.50_A (অপশনাল বিষয়ের পয়েন্ট যোগ হবে কিন্তু ভাগ হবেনা ) অর্থাৎ, সব বিষয়ের মোট পয়েন্ট কে মোট বিষয় (অপশনাল ছাড়া) দিয়ে ভাগ করলে যে পয়েন্ট আসবে তার উপর ডিপেন্ড করবে আপনার লেটার গ্রেড (A+; A; A- etc. ) । ধন্যবাদ । ভালো থাকবে । 

Talk Doctor Online in Bissoy App