পিএসসি রেজাল্ট ২৪ ডিসেম্বর পাবলিশ হবে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে রেজাল্ট দেখতে প্রথমে DPE লিখে স্পেস দিয়ে পরীক্ষার্থীর স্টুডেন্ট আইডি লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে মেসেজটি 16222 নম্বরে সেন্ড করতে হবে। DPE< space>পরীক্ষার্থীর স্টুডেন্ট আইডি পাশের বছর Send 16222। মাদ্রাসা বোর্ডের ইবতেদায়ী সমাপনী পরীক্ষার রেজাল্ট ২০১৮ দেখার জন্য শুধু DPE এর জায়গায় EBT লিখতে হবে। বাকি সব নিয়ম একই থাকবে। উদাহরণ→ EBT পরীক্ষার্থীর স্টুডেন্ট আইডিপাশের বছর Send 16222।
Talk Doctor Online in Bissoy App