শেয়ার করুন বন্ধুর সাথে
RyanRyan

Call

প্রথমত আপনি উইন্ডোজটি কোথা থেকে নিয়েছেন। যদি যেকোনো দোকান থেকে সস্তার ডিস্ক কিনে থাকেন তবে সেটি আসল বা জেনুইন নয়। তারপর আপনি My Computer বা উইন্ডোজ 10 হলে This PC তে রাইট বাটন ক্লিক করে propertise এ যান, সেখানে Windows Activation অপশনে দেখুন Windows Is Activated লেখা আছে কি কিনা। তবে অধিকাংশ সময় উইন্ডোজ ক্রাক করা থাকলেও এটা দেখায়। আরো একটা বিষয়, আপনি উইন্ডোজ দেয়ার সময় কি কোনো কোড বা প্রোডাক্ট কী ব্যবহার করেন কি না। জেনুইন উইন্ডোজ হলে সেটআপের সময় আপনার এই প্রোডাক্ট কী লাগবে। আবার নকল উইন্ডোজে ভাইরাস জনিত সমস্যায় পড়তে পারার ঝুঁকি বেশি অন্যদিকে জেনুইন উইন্ডোজ এর এসব ঝামেলা কম, এবং ডিভাইসের পারফরম্যান্সের ঠিক থেকেও আসল নকল চেনা যায়। জেনুইন উইন্ডোজ সব সময় ফ্লুয়েন্ট কাজ করে। তাছাড়া ৫০-৬০ টাকার যেসব ডিস্কে উইন্ডোজ বিক্রি হয় সেগুলো সব জেনুইন নয়। আসল উইন্ডোজের দাম ৫০০০+, এই দাম ভার্সন ভেদে ভিন্ন হয়। তাই দাম থেকেও আসল নকল চিনতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ