IbluHasan

Call

আপনি আপনার ফোনের সব নম্বর অন্য ফোনে ব্লুটুথের মাধ্যমে পাঠাতে পারেন। আপনি চাইলে এক সিম থেকে অন্য সিমে কপি করে সব নম্বর নিতে পারেন।

Talk Doctor Online in Bissoy App
NirobAhmad

Call

কন্টাক্ট থেকে ইমপোর্ট/এক্সপোর্ট কন্টাক্ট এ যাবেন।

এরপর এক্সপোর্ট টু স্টোরেজ সিলেক্ট করে কন্টাক্ট গুলো ফোন মেমরি তে সেভ করে নিন।তাহলে কনটাক্ট গুলো একটা ফাইল আকারে আপনার ফোন মেমরিতে সেভ হয়ে যাবে।
এখন আপনি যে ফোনে কনটাক্ট গুলো পাঠাতে চান অই ফোনে আপনার ফোনে থাকা ফাইল টা ট্রান্সফার করুন।
এখন দ্বিতীয় ফোনের কনটাক্ট থেকে ইমপোর্ট/এক্সপোর্ট কনটাক্ট এ গিয়ে 
ইমপোর্ট টু স্টোরে সিলেক্ট করুন।তাহলেই হয়ে যাবে।।

Talk Doctor Online in Bissoy App
RyanRyan

Call

আপনি প্রথমে আপনার ফোনের Contacts এ যান। তারপর যে যে  কন্টাক্ট শেয়ার করবেন সেগুলোকে মার্ক করুন। সবগুলো শেয়ার করতে চাইলে mark all বা Select All এ প্রেস করুন। তারপর Share এ প্রেস করুন, এবং শেয়ার অপশনে(ব্লুটুথ, এসএমএস বা অন্যকিছু) প্রেস করুন। তারপর আপনার সব নাম্বার আপনার সিলেক্ট করা অপশনে চলে যাবে।

Talk Doctor Online in Bissoy App