বিস্তারিত জানতে চাই, XL, XXL ইত্যাদির মানে কি? এবং আমার শরিরের সাইজ কিভাবে বুঝব কোনটা হবে? বুঝিয়ে বলুন।ধন্যবাদ।
Share with your friends

M দিয়ে মিডিয়াম   L দিয়ে  লার্জ বা বড়   XL দিয়ে এক্সট্রা লার্জ।    M,L,XL,XXL এগুলো দিয়ে  মূলত কাপড়ের সাইজ বোঝানো হয়।  আপনার শরীর না দেখে সাইজ নির্ণয় করা মুশকিল। কেনার সময় শরীরের সাথে ফিটিং হয় এমন জামার সাইজ তখনই দেখতে পারেন অথবা দর্জির কাছ থেকে মেপে নিতে পারেন। 


Talk Doctor Online in Bissoy App

XL সমান হল ৩২-৩৪ সাইজ আর XXL হল ৩৬- ৩৮ সাইজ আপনি আগে নিজের শরীর মেপে নিবেন এবং সেই অনুযায়ী টি শার্ট নিবেন ।

Talk Doctor Online in Bissoy App

আগে নিজের শরীরের মাপ জানতে হবে । সেই মাপ অনুযায়ী বুঝবেন যে কোন কাপড় আপনার জন্য ফিট হবে । ধন্যবাদ ।

Talk Doctor Online in Bissoy App