শুধু মোবাইল বলে কথা না সব ধরনের ডায়ড এবং রেজিষ্টর মাপার পদ্ধতি একই। এভো মিটার ওহমে রেখে ডায়ডের ২ প্রান্তে ধরলে প্রথমে রিডিং দেখাবে বা দেখাবে না। আবার ঘুরিয়ে ধরলে (কাল তর এর যায়গায় লাল এবং লালের জায়গায় কাল ধরলে) বিপরীত কাজটি করবে মানে প্রথমে যদি রিডিং দেখায় তাহলে পরে দেখাবে না। এতে বুঝে নিতে হবে এটা ভাল আছে। রেজিষ্টর ভাল আছে কিনা তা জানতে হলে আগেথেকেই এর মান জানা থাকতে হবে। তারপর মিটারকে ওহোমে রেখে মাপতে হবে। এবার যত ওহোম থাকার কথা ততটুকু থাকলে সেটা ভাল আছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ