Call

এসব Android Software গুলো সাধারন টিভি/LED TV/LCD TV তে কাজ করে না


তবে আপনার যদি Smart TV আর ফোনের সেন্সর খুব ভালো ও বেশি হয়ে থাকে তাহলে ফোনের HotsPot চালু করে সেই Software টি অন করুন , লক্ষ করুন আপনার টিভিতে আপনার দেয়া HotsPot টা পেয়েছে(WiFi Connected এর মতো টিভির স্কিনের নিচে ডান কোনায়) কিনা !  যদি পাই তাহলে ই ফোন কে রিমোট বানিয়ে চালানো সম্ভব Otherwise সাধারন টিভির ক্ষেত্রে হয় না বা সম্ভব না  !



বিদ্রঃ আমার বাসার টিভি টি আমি এভাবেই আমার ভাইয়া কে চালাতে দেখেছিলাম  ! 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

Universal Tv Remote ব্যবহার করতে পারেন।এতে আপনার টিভি সিলেক্ট করবেন।পরে স্বাভাবিক রিমোটের মতো একটি পেজ আসবে।তারপর স্কিনে টাচ করে টিভির লাইট টের দিকে মোবাইলের সেনসর বা ডিসপ্লে বা লাইট টা দরবেন।আশা করি হবে।এই এপস টি গুগলে অথবা প্লে স্টোরে সার্চ দিয়ে নিয়ে নিবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

মোবাইল কে TV Remote হিসাবে ব্যবহার করতে হলে আপনার মোবাইল এ Infrared features থাকতে হবে ।

 যদি না থাকে তাহলে নিচের চিত্র এর মত Gadget ব্যবহার করতে হবে। 

আরো ভাল ভাবে বুঝতে ভিডিও টি দেখুন ।

Youtube Link

https://www.youtube.com/watch?v=3JEvM7gvcNE

image

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ