সেল বা বেটারি কিভাবে সিরিজ ও প্যারেলাল করবো ,,,

++ -- দিয়ে বুঝিয়ে দিন,,,?

শেয়ার করুন বন্ধুর সাথে

প্যারালাল : ধরুন ব্যাটারি ১ এবং ২। তো ১ এর পজিটিভ (+) এববং ২ এর পজিটিভ আবার ১ এর নেগেটিভ (--) ২ এর নেগেটিভ (--) একত্রিত করে যেকোনো একটি থেকে পজিটিভ এবং যেকোনো একটি থেকে নেগেটিভ আউটপুট নিলে প্যারালাল। প্যারালালে অ্যাম্পিয়ার যোগ হয়।  সিরিজ : ১ এর পজিটিভ (+) এবং ২ এর নেগেটিভ (--) একত্রে করে ১ থেকে নেগেটিভ ও ২ থেকে পজিটিভ আউটপুট নিলে এটা হবে সিরিজ। সিরিজে ভোল্টেজে যোগ হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ব্যাটারির১ এর(+) ব্যাটারি২ এর (-) এক করার পর দুইটা ব্যাটারির সমন্নয়ই হলো সিরিজ। সিরিজ এর মাধ্যমে ভোল্টেজ ব্যাটারির গুনিতক হারে বৃদ্ধি পায়।

 আর প্যারালাল করতে যথাক্রমে ২ টা ব্যাটারির (+)এর সাথে (+)ও (-)এর সাথে(-) যুক্ত করতে হবে। এতে করে এম্পিয়ার বৃদ্ধি পাবে। ভোল্টেজ এর মান অপরিবর্তিত থাকবে। 
আশা করি বুঝেছেন
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আমি নিচে একটি ছবি দিচ্ছি। এটা থেকে বুঝতে পারবেন।image

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ