আমার জিমেইল একাউন্ট পাসওয়ার্ড কোনটাই মনে পরছে না, কিভাবে ফিরিয়ে আনবো বলেন।
Share with your friends

মেইল খুলার সময় কি ফোন নম্বর কিংবা রিকভারি কোন ইমেইল দিয়েছিলেন? তাহলে ফরগেট পাসওয়ার্ড অপশনে গিয়ে রিকভারি ইমেইল অথবা ফোন দিলে কোড আসবে যেটা দিয়ে নতুন পাসওয়ার্ড দিতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App
Call

প্রথমে জি-মেইলে প্রবেশ করুন। ফরগেট ইওর পাসওয়ার্ডে ক্লিক করুন। আপনার যে মোবাইল নাম্বার দিয়ে জি-মেইলটি খোলা আছে সেই নাম্বারে একটি কোড পাঠানো হবে। কোড টি মনে রাখবেন এবং চেন্জ পাসওয়ার্ডের সময় কোড টি মনে রাখবেন। এবার আপনার নতুন পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। আশা করি কাজ হবে।

Talk Doctor Online in Bissoy App
Call

আপনি যেহেতু আপনার জিমেইল আর পাসওয়ার্ড দুটোই ভুলে গিয়েছেন, তাই আপনাকে এর দুটোই পুনরুদ্ধার করতে হবে । আর পুনরুদ্ধার করতে আপনাকে যা যা করতে হবেঃ-

  •  প্রথমেই এখানে Find my account যান । যাওয়ার পর আপনি একটা বক্স পাবেন, আর সেই বক্সে আপনার নাম্বার দিবেন । 
  • নাম্বার দেওয়ার পর আরো ০২ টা বক্স আসবে, সেখানের প্রথম বক্সে (First Name, Last Name) আপনার জিমেইলে যে নাম দিয়েছিলেন সেটা দেন । 
  • নাম দেওয়ার আরেকটা বক্স আসবে, সেই বক্সে আপনার জিমেইল খোলা যে নাম্বারে সেই নাম্বারটি প্রদান করুন । 
  • প্রদান করার পর আপনার সিমে জিমেইল কর্তৃপক্ষ একটি ভেরিফিকেশন কোড (Verification code) পাঠাবে । সেই কোডটি সেই বক্সে দিন ।
  • এখন আপনাকে দেখাবে আপনার নাম্বারটি দিয়ে খোলা জিমেইল আইডি গুলো । 
Talk Doctor Online in Bissoy App