যদি ডিলিট করা যায় তাহলে ডিলিট লিংকটি দিন।আর যদি লিংক দেওয়া সম্ভব না হয় তাহলে বুঝিয়ে বলবেন।
Share with your friends

প্রথমে পেজে ঢুকে ঢানপাশে দেখুন more অপশন আছে। সেখানে ক্লিক করুন। দেখবেন ডিলেট অপশন আছে। সেখান থেকে ডিলেট করুন।

Talk Doctor Online in Bissoy App
Call


নিচের ছবিটি দেখুন।

পেজের সেটিংয়ে যাবেন, জেনারেল পার্টের সর্ব নিচে রিমুভ দেখবেন, সেখান থেকে ডিলেট করবেন।

ডিলেট করার 14 দিন পর তা ডিলেট হবে, এর ভিতর চাইলে তা আবার একটিভ করতে পারবেন।

image

Talk Doctor Online in Bissoy App
RushaIslam

Call
  • প্রথমে ফেসবুকে লগইন করে আপনার পেজে যান।
  • আপনার page এর উপরে থাকা Settings থেকে General লেখায় ক্লিক করুন।
  • এবার Remove Page লেখার উপর ক্লিক করুন। 
  • পাশে Permanently Delete (পেজের নাম) একটি লিংক পাবেন। লিংকটিতে ক্লিক করুন। 
  • সবশেষে আপনাকে একটি পপ আপ মেসেজ দিবে। এখানে Delete বাটনে ক্লিক করতে হবে।
  • অথবা আপনার পেইজটি ক্রোম ব্রাউজারে ওপেন করে  এই লিংকে যানন
Talk Doctor Online in Bissoy App

উপরে দেয়া উত্তর গুলির মাধ্যমে যদি আপনার সমস্যার সমাধান না হয় ।সে ক্ষেত্রে আপনি নিচে থেকে ভিডিওটি দেখে আপনার পেজ ডিলিট করে দিতে পারেন।


ভিডিও লিংক



Talk Doctor Online in Bissoy App