Share with your friends

কি বোর্ডের Win logo বাটন + PrtScr SysRq বাটন এক সঙ্গে চাপলে স্কিশর্ট উঠবে। এছাড়া Sniping Tool দিয়েও স্কিনশর্ট দেওয়া যায়। এক্ষেত্রে, টুলটি অপেন করার পর স্কিন নির্বাচন করে Save আইকনে ক্লিক করলেই স্কিনশর্ট উঠে যাবে।

Talk Doctor Online in Bissoy App
Call

উইন্ডোজ ৭ এ স্ক্রিনশট নিবেন যেভাবেঃ


Snipping Toolস্নাইপিং টুল Snipping Tool দিয়ে স্ক্রিনশট নিতে প্রথমে স্টার্ট মেনু থেকে All Programs > Accessories থেকে Snipping Tool টি সিলেক্ট করতে হবে (স্টার্ট মেনু তে Snipping Tool লিখে সার্চ করে টুলটি খুজে পাওয়া আরো সহজ)। টুলটি সিলেক্ট করলে স্ক্রিনে নতুন ছোট একটি উইন্ডো আসবে। এখন উইন্ডো থেকে New এ প্রেস করলে কোন অংশটুকুর স্ক্রিনশট নিতে চান সেটা নির্বাচন করতে বলবে। নির্বাচন করে দিলেই ওই অংশটুকু ক্রপ করে দেখাবে। এখন Save আইকন প্রেস করে সেভ করলেই স্ক্রিনশটটি সেভ হয়ে যাবে।

Talk Doctor Online in Bissoy App