mcq তে সবগুলো উত্তর 'গ' দাগালে পাশ করতে পারব?
Share with your friends
Call

সবগুলো 'গ' দাগালে ভাগ্য খুব ভালো হলে পাশ আসতে পারে। কিন্তু মনে হয় না হবে। সবচেয়ে ভালো উপায় বারবার বই রিডিং পড়া এতে করে সবকিছুর ই উত্তর দিতে পারবেন। আর নৈর্বত্তিক এর জন্য গাইড ব্যবহার করতে পারেন।

Talk Doctor Online in Bissoy App

ভাই, এটা আপনার ভুল ধারণা। আপনি হয়তো ভাবছেন এভাবে উত্তর পত্র দাগালে আপনার উত্তর হবে । এমনও হতে পারে আপনি ফেল করে বসে আছেন।তখন কি করবেন? সুতরাং, এসব চিন্তাভাব না বাদ দিয়ে লেখাপড়ায় মন দেন। সব কিছু মনগড়া ধারণা নিয়ে কাজ করলে ঐ কাজ কাজ বিফলে যেতে পারে। অতএব, একটু বুদ্ধি খাটিয়ে অথবা কোন কৌশলে উত্তরগুলো দিবেন। যথাসম্ভব আপনি পাশ করতে পারবেন। ঐ ভাবনা মাথা থেকে জেড়ে ফেলে দেন। ধন্যবাদ পরীক্ষায় ভালো করুন এটাই আশা করি।

Talk Doctor Online in Bissoy App

এরকম করলে পাশ না করার সম্ভাবনাই বেশি। কারন যে খাতা দেখবে সে মনে করবে উত্তরদাতা কিচ্ছু পারে না । সে তখন একেবারে শুন্যও দিতে পারে। তাই এরকম করাটা ঠিক হবেনা।

Talk Doctor Online in Bissoy App

না ভাই এভাবে উত্তর দেওয়া বোকামি। আপনি বোর্ড বইটি ভালো করে পড়বেন তাহলেই পাশ করতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App