আস্সালামুয়ালাইকুৃম, মোবাইলে অটোমেটিক ডাটা ওপেন হলে তার স্থায়ী সমাধান, জানালে ভাল হয়
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

স্মার্ট ফোনের 'Shake' নামের একটি অ্যাপ আছে।play store এ পাবেন; খুব কম MB এর হলেও আপনি এর দ্বারা ফোন নরাচরা করে যে কোন অ্যাপ অন / অফ করতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

প্রথমত ফোনটা একবার রিসেট দিয়ে দিন । কাজ না হলে ফ্লাস দিয়ে দেন ১০০% কাজ হয়ে যাবে !!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Manik Raj

Call

settings >> Data Usage >> (Menu অপশন/button ক্লিক করুন) >> Restrict Background Data (টিক দিন)। তাহলে ডাটা চালু থাকলেও আপনার MB/Tk কাটবেনা।    অথবা আপনি মোবাইল রুট করুন, Droidwall অ্যাপটি ডাউনলোড করুন। এতে প্রবেশ করে যে যে অ্যাপ গুলো ব্যাকগ্রাউন্ড এ MB কাটে সেগুলোর টিকচিহ্ন সরিয়ে নিন। তাহলে উক্ত অ্যাপগুলো ডাটা ব্যবহার করতে পারবেনা।   আর এইধরণের প্রবলেম আপনা আপনিই ঠিক হয়ে যায়, অনেক সময়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ