Share with your friends
Call

ইউটিউব ভিডিও SEO 2 ভাবে হয়ে থাকে, 1. online 2. offline

 

ইউটিউব ভিডিও অফলাইন এসইও বলতে বুঝায় আপনার ভিডিওর information ভালো করে দেয়া।


 দ্বিতীয়তঃ ইউটিউব ভিডিও অনলাইনে এসইও বলতে বুঝায়, আপনার ভিডিওর টাইটেল,ট্যাগ, ডেসক্রিপসন  এ সঠিক তথ্য ও এসইও সমৃদ্ধ কিওয়ার্ড ব্যবহার করা। যত বেশি পারেন অনলাইনে আপনার ভিডিওর লিংক এবং টাইটেল সহকারে বিভিন্ন সাইট ব্লগে-ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করুন। যা আপনার ভিডিওর র্যাংক করতে সাহায্য করবে।


 ইউটিউব ভিডিও অনলাইনে বিভিন্নভাবে এসইও করা যায়, যা খুবই কষ্টসাধ্য এবং হয়তো অনেক আছে যা খুবই সহজ। কিন্তু উপরোক্ত কয়েকটা নিয়ম খুবই সহজ এবং খুব ফলপ্রসূ। 

Talk Doctor Online in Bissoy App

আপনি ইমুতে friend share এ শেয়ার করেন ভিউ বাড়বে।

Talk Doctor Online in Bissoy App