Call
Birth Registration Certificate  করা হয়েছে কিনা সেটা বলেন নি। না থাকলে সঠিকভাবে করিয়ে নিন। 
এরপর আপনাকে যাওয়া লাগবে শিক্ষা বোর্ড এ। সেখানে গিয়ে অনেক Formalities আছে। ফরম ফিলাপ করা সোনালী ব্যাংকের মাধ্যমে সংশোধন ফি জমা দেওয়া ইত্যাদি। 
তাছাড়া পত্রিকায় বিজ্ঞাপন ও দেয়া লাগবে। একবার শিক্ষা বোর্ড পরিদর্শন করলেই সরকারী সিস্টেমের একটা ধারণা পাবেন। 

আর NID সংশোধনের জন্য যাবেন থানা নির্বাচন অফিসে। তবে সেটা করবেন Certificate ঠিক করার পর। যেহেতু সাল সম্পর্কিত সমস্যা সেহেতু নির্বাচন অফিস বয়সের স্বপক্ষে Certificate age, Birth Registration Certificate age দেখতে চাইবে। 
সত্যি বলতে কি এসব বিরাট ঝামেলার কাজ। আপনার সফলতা কামনা করছি। ধন্যবাদ।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ