যারা আসমানি কিতাব পেয়েছে তারা তো রাসুল।আর আসমানি কিতাব 104খানা ।এবং রাসুল 313 জন।প্রশ্ন হলো আসমানি কিতাব এর সংখ্যার ভিত্তিতে রাসুল 313 জন হলো কিভাবে?
শেয়ার করুন বন্ধুর সাথে

সব রাসুল কে কিতাব দেওয়া হয় নি!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

সকল রাসূলকেই আসমানি কিতাব দেওয়া হয়নি।বেশিরভাগ রাসূলগণকেই ছোট ছোট বাণী-আদেশ-উপদেশ প্রদান করা হয়েছে।যেহেতু তাদের উপর আসমানী বাণী নাজিল হয়েছে সেহেতু তারাও রাসূল।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

১। যাঁরা আসমানী কিতাব পেয়েছেন একমাত্র তাঁরাই রসূল ব্যাপারটি এরকম নয়। রাসূল তাঁকেই বলা হয় যিনি দীন প্রচারের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। তিনি কিতাব পেতেও পারেন নাও পারেন।

২। আর আসমানী কিতাব ১০৪টি এ কথার কোনো ভিত্তি নেই। এ সম্বন্ধে হাদীস শিরোনামে যে বিবরণটি পাওয়া যায় সেটাকে হাদীসবেত্তাগণ জাল বর্ণনা বলে অভিহিত করেছেন। বর্ণনাটির আরবী পাঠ নিম্নরূপ :

أما كون جملة ما أنزله الله من الكتب السماوية مائة كتاب وأربعة كتب فقد ورد في حديث رواه ابن حبان في صحيحه، وكذا رواه ابن مردويه وعبد بن حميد وابن عساكر كما ذكر ذلك السيوطي في الدر المنثور، والقرطبي في التفسير كلهم عن أبي ذر الغفاري رضي الله عنه أنه سأل النبي صلى الله عليه وسلم كم كتاباً أنزل الله؟ قال: مائة كتاب، وأربعة كتب، أنزل على شيث خمسون صحيفة، وأنزل على أخنوخ (إدريس) ثلاثون صحيفة، وأنزل على إبراهيم عشر صحائف، وأنزل على موسى قبل التوراة عشر صحائف، وأنزل التوراة والإنجيل والزبور والفرقان، في حديث طويل جداً، وهو حديث باطل بل موضوع، فإن في سنده كذاباً، قال الهيثمي في موارد الظمآن، بعد إيراده للحديث: في سنده إبراهيم بن هشام بن يحيى الغساني ، قال أبو حاتم وغيره: كذاب. فالحديث لا تقوم به حجة والحمد لله على توفيقه وإحسانه.
والله أعلم.
http://fatwa.islamweb.net/fatwa/index.php?page=showfatwa&Option=FatwaId&Id=31905

৩। রাসূলদের সংখ্যার ব্যাপারে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। ৩১০ এর কিছু বেশি, ৩১৫ , ৩১৩। সারকথা নবী রাসূলদের সংখ্যার ব্যাপারে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। এগুলোর শুদ্ধতা অশুদ্ধতা নিয়েও নানা রকম মন্তব্য পাওয়া যায়। কেউ এগুলোকে জাল বলেছেন, কেউ দুর্বল বলেছেন, কেউ কেউ আবার হাসান বলেছেন।
http://fatwa.islamweb.net/fatwa/index.php?page=showfatwa&Option=FatwaId&Id=9475
https://islamqa.info/ar/95747

সারকথা হলো ভাষানী সাহেবের প্রশ্নটিই শুদ্ধ হয় নি। কারণ কিতাবের সংখ্যা ও রাসূলের সংখ্যা অকাট্য নয় এবং সুনিশ্চিত প্রমাণিতও নয়।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ