শেয়ার করুন বন্ধুর সাথে
Indro paul

Call

প্রথমে আপনার জিমেইল আইডি operamini তে লগইন করে রাখুন। কারন আমরা অপেরামিনি দিয়ে সাইট তৈরী করবো। এখন http://vm.wapka.com এখানে যান। তারপর প্রদর্শিত পেজ থেকে Get started এ ক্লিক করুন। এরপরের প্রদর্শিত পেজ থেকে connect google plus এ ক্লিক করুন। এবার প্রদর্শিত পেজের নিচে থেকে Allow তে ক্লিক করুন। এবার একটি ফর্ম অটোমেটিক আপনার জিমেইল আইডি ও ইউজার নাম দিয়ে পূরন হয়ে থাকবে নিচে SUBMIT এ ক্লিক করুন। এবার জিমেইলে একটি মেসেজ গেছে ঐটি ভেরিফাই করুন। ভেরিফাই করলে সরাসরি আপনাকে এডমিন প্যানেল পেইজে নিয়ে আসবে। এবার ঐখান থেকে create new site এ ক্লিক করুন এবার প্রদর্শিত পেইজের ফর্মগুলোতে আপনার নিজের ইচ্ছামত site name& description বসিয়ে দিন এবং নিচে থেকে যেকোনো একটি Theme নির্বাচন করুন। ব্যাস আপনার ভিডিও সাইট খোলার কার্যক্রম শেষ। এবার Manage এ ক্লিক করে নিজের ইচ্ছামত category তৈরী করুন আর ভিডিও আপলোড দিন। আরো কিছু জানার থাকলে মন্তব্য করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ