শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আপনি যদি ফুট এককে নির্নয় করতে চান তবে আপনাকে মাপটি ফুট এ নিতে হবে। বিল্ডিং এর আকার যদি অায়তকার হয়, দৈর্ঘ এবং প্রস্থ গুন করলে বিল্ডিংটি কত বর্গফুট জায়গার উপর অবস্থিত তা পেয়ে যাবেন। যেমন, একটি বিল্ডিং এর দৈর্ঘ 30 ফুট এবং প্রস্থ 20 ফুট। আতএব বিল্ডিংটি=30×20=600 ফুট জায়গার উপর অবস্থিত। আবার বিল্ডিং টি যদি বর্গাকার জায়গার উপর অবস্থিত হয়, তবে আপনি যে কোন একপাশের মাপ নিয়ে ঐ মাপটিকে বর্গ করবেন। অথবা দৈর্ঘ এবং প্রস্থ গুন করবেন। যেমন একটি বিল্ডিং এর এক পাশের মাপ 25 ফুট, আর এক পাশের মাপ 25 ফুট। অতএব বিল্ডিংটি=25²=625 ফুট জায়গার উপর রয়েছে। প্রয়োজনে মন্তব্য করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ