আমি এম এস ওয়ার্ডে কিছু বহুনির্বাচনী প্রশ্ন লিখতে চাচ্ছি। বহুনির্বাচনী প্রশ্নের একটি ভাগ প্রয়োগমূলক প্রশ্ন লেখার জন্য আমাকে roman number ব্যবহার করতে হবে। কিন্তু আমি জানি না কিভাবে এম এস ওয়ার্ড রোমান নাম্বার লিখতে হয়। তাই প্লিজ কেউ যদি জানেন কি ভাবে roman number লিখতে হয়, আমাকে জানাবেন।



Share with your friends
Mh Sakil

Call



আপনি Roman Number Convert. এপ্সটির সাহায্যে রোমান সংখ্যা লিখতে পারবেন।

এই এপ্সটি দিয়ে সর্বনিন্ম 1=I থেকে সর্বচ্চো 999=CMXCIX পর্যন্ত Convert করতে পারবেন।

এই এপ্সটিতে প্রবেশ করলে উপরের দিকে দুইটি অপশন পাবেন। 1.Num-Rom.   2.Rom-Num.image

Num-Rom-এ ক্লিক করে আপনি নাম্বার লিখবেন আর কনভার্ট হবে রোমানে।

Rom-Num-এ ক্লিক করে আপনি রোমান লিখবেন আর কনভার্ট হবে নাম্বারে।


এখানে আপনার প্রয়োজনিয় সংখ্যা লিখে Copy করে নিয়ে নিদিষ্ট স্থানে post করে দিবেন।


Talk Doctor Online in Bissoy App